Monday, September 1, 2025
HomeJust In আমুল দুধে প্রতি লিটারে ১ টাকা করে কমল দাম

 আমুল দুধে প্রতি লিটারে ১ টাকা করে কমল দাম

ওয়েব ডেস্ক: মুদ্রাস্ফীতির (Inflation) বাজারে মধ্যবিত্তের পকেটে একটু স্বস্তি। প্রতি লিটারে আমুল দুধের দাম কমল ১ টাকা করে। তবে এই দাম ধার্য হবে শুধুমাত্র ১ লিটারের প্যাকেটেই। আমুল গোল্ড, আমুল তাজা ও টি স্পেশ্যাল মিল্কের দাম কমছে। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা শুক্রবার এমনই জানিয়েছেন।

এর ফলে আমুল গোল্ড দুধের দাম ১টাকা কমে ৬৬ থেকে হয়েছে ৬৫। আমুল টি স্পেশ্যালের ১ লিটারের পাউচের দাম ৬২ থেকে কমে হয়েছে ৬১। আমুল তাজা দুধের দাম ৫৪ টাকা থেকে কমে হয়েছে ৫৩।

আরও পড়ুন: দিল্লি গ্যাংস্টারদের আখড়া, ১১ ভাগে ভাগ রাজধানী- কেজরিওয়াল

উল্লেখ্য, গত জুন মাসে আমুল দুধে লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। সেসময় মাদার ডেয়ারিও লিটার প্রতি দাম বাড়িয়েছিল।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News